ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির অর্থনীতি ডিসিপ্লিনের এমডিএস প্রোগ্রামের ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
খুবির অর্থনীতি ডিসিপ্লিনের এমডিএস প্রোগ্রামের ফল প্রকাশ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান।


 
তিনি জানান, ভর্তি সংক্রান্ত কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অর্থনীতি ডিসিপ্লিন অফিসে সম্পন্ন হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে (জরিমানা ছাড়া ৩০-১১-২০১৪ থেকে ৬-১২-২০১৪ তারিখ পর্যন্ত এবং জরিমানাসহ ০৭-১২-২০১৪ থেকে ১৩-১২-২০১৪ তারিখ পর্যন্ত) কোর্স রেজিস্ট্রেশন করতে হবে।

এমডিএস ছাত্র-ছাত্রীদের ক্লাস আগামী ৩০-১১-২০১৪ তারিখ শুরু হবে। নির্ধারিত সময়ে অর্থাৎ ১৩-১২-২০১৪ তারিখের মধ্যে কোনো প্রার্থী কোর্স রেজিস্ট্রেশন না করলে তার ভর্তি বাতিল হবে এবং পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে শূন্য আসনগুলোতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।
 
ভর্তি প্রক্রিয়ায় আনুমানিক ১৭,০০০ (সতের হাজার) টাকা লাগতে পারে। ১৯-১১-২০১৪ তারিখ সকাল ৯-৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত মেধা তালিকা থেকে ভর্তি, ২৪-১১-২০১৪ তারিখ সকাল ৯-৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে নিবন্ধন এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
 
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এগুলো হলো শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র ও নম্বরপত্র/ট্রান্সক্রিপ্টের মূলকপি ও এক সেট সত্যায়িত ফটোকপি, Appeared Certificate দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র ও নম্বরপত্র/ ট্রান্সক্রিপ্টের মূলকপি ও এক সেট সত্যায়িত ফটোকপি, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ইস্যুকৃত চাকরির অভিজ্ঞতার প্রমাণপত্র ও NOC এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি আনতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।