ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়ে সাফল্যের ধারা বজায় রেখেছে রাজউক উত্তরা মডেল কলেজ।
২০১০ সাল থেকে এ পর্যন্ত টানা প্রথম স্থান ধরে রেখেছে রাজধানীর এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
এ বছর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ৫৩৬ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২৮ জন।
বাংলা মাধ্যম-প্রভাতী শাখায় ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে ১৬০ জন এবং দিবা শাখায় ১৫০ জন জিপিএ-৫ পেয়েছে।
ইংরেজি মাধ্যম প্রভাতী শাখায় ১৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন। দিবা শাখা থেকে ৯৪ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন শিক্ষার্থী।
এবার কলেজের পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ৯৮ দশমিক ৫১ শতাংশ।
রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমামুল হুদা বাংলানিউজকে বলেন, রাজউক কলেজ জেএসসি ফলাফলে ঢাকা বিভাগের প্রথম স্থান অর্জন করেছে। আমি অত্যন্ত আনন্দিত যে প্রতিবারের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখা একটা কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, আমি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।
ভালো ফলাফল প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে নেওয়া হয়। ভালো ফলের এটাও একটা কারণ।
শুধু ঢাকার শিক্ষার্থীরাই নয় ঢাকার বাইরের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা এখানে পড়াশোনার জন্য আসে।
তাদের প্রকৃত শিক্ষার আলোতে আলোকিত করাই রাজউক উত্তরা মডেল কলেজের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪