ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল মান্নানের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
রাবি প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল মান্নানের ইন্তেকাল ড. আবদুল মান্নান

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. আবদুল মান্নান বুধবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।



তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

প্রফেসর আবদুল মান্নানের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন।

তারা প্রাণিবিদ্যা বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে মরহুমের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।