রাঙামাটি: শনিবার (১০ জানুয়ারি) রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম শুরু উপলক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাঙামাটি শহরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলটি রাঙামাটি পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে, রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে একটি সমাবেশে মিলিত হয়।
এর আগে, মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন করে রাঙামাটি জেলা ছাত্রলীগ।
সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ অনুরোধ জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন। এ সময় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল, সিনিয়র সহ-সভাপতি নওশাদ হোসেন সরওয়ার, সাইফুল আলম রাশেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটি মেডিকেল কলেজের উদ্বোধন করবেন। একই দিন সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিতের দাবিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথে অবরোধের ঘোষণা দিয়েছে।
** ১০ জানুয়ারি রাঙামাটিতে পিসিপির অবরোধ
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫