জবি: অবরোধ-হরতালের নামে যানবাহনে আগুন দিয়ে নৈরাজ্য সৃষ্টি করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।
সোমবার (১৯ জানুয়ারি) জবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতা, অবরোধ ও হরতালের নামে দেশের জননিরাপত্তা বিঘ্নিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণপরিবহনে পেট্রোল বোমা নিক্ষেপ করে ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত করার এজেন্ডা নিয়ে একটি মহল কাজ করছে।
দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাসহ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে জবি শিক্ষক সমিতি।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫