রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতি নির্বাচনে (২০১৫) নীল দলের ভরাডুবি হয়েছে।
একটি মাত্র সদস্য পদ ছাড়া সবগুলোতে জয় পেয়েছে আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’ সমর্থিত প্যানেল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শেখ মাজেদুল হক।
প্রগতিশীল প্যানেল থেকে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান ভাপতি ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ (রিষিণ পরিমল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নীল দলের একমাত্র সদস্য পদে জয়ী হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু ছালেহ মো. ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫