ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয়তম বিশ্ববিদ্যালয় হিসেবে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ)।
বুধবার (২১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান।
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া চালু করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার সোহেল আহসান নিপু বাংলানিউজকে বলেন, অনলাইনে ভর্তি কার্যক্রম চালু হওয়ার ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bu.edu.bd/admission-form) লগইন করে ফরম পূরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটির ওয়েবসাইটেও (www.bu.edu.bd) সব ধরনের তথ্য পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব.), পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) লে. কর্নেল (অব.) মুনির আহমেদ কাদেরীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগে ব্র্যাক ইউনিভার্সিটি ও ইস্টার্ন ইউনিভার্সিটি অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করেছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫