ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ৫৫১৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ৫৫১৩ ফাইল ফটো

ঢাকা: এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বিভিন্ন বোর্ডে পাঁচ হাজার ৫শ’ ১৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অসদ‍ুপায় অবলম্বনে বহিষ্কার হয়েছে ৭১ জন শিক্ষার্থী।


 
শনিবার (০৭ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক্‌ এ তথ্য জানান।
 
জানা যায়, ঢাকায় ৭শ’ ৭০ জন, রাজশাহীতে ৪শ’ নয়জন, কুমিল্লায় ৫শ’ ৯৫ জন, যশোরে ৪শ’ ৬২ জন, চট্টগ্রামে ২শ’ ১৩ জন, সিলেটে ১শ’ ৯১ জন, বরিশালে ১শ’ ৯০ জন, দিনাজপুরে ৪শ’ ৮২ জন অনুপস্থিত ছিল। আর মাদ্রাসা বোর্ডে ৯শ’ ৬০ ও কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ২শ’ ৪১ শিক্ষার্থী।
 
বহিষ্কৃতদের মধ্যে ঢাকায় ১৭ জন, কুমিল্লা, সিলেট ও বরিশালে দুইজন করে এবং রাজশাহী ও দিনাজপুরে একজন করে বহিষ্কার হয়েছে। মাদ্রাসা বোর্ডে ১১ জন ও কারিগরিতে  বহিষ্কার হয়েছে ৩৫ জন শিক্ষার্থী।
 
এদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
আর মাদ্রাসা বোর্ডে হয়েছে হাদীস শরীফ, কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ (১৯২২) ও ইংরেজি-২ (৮১২২) পরীক্ষা।
 
এসব পরীক্ষা ০৪ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও হরতালের কারণে পিছিয়ে নেওয়া হয়।
 
প্রথম দিন বিভিন্ন বোর্ডে অনুপস্থিত ছিল সাত হাজার ২শ’ ৭৭ জন শিক্ষার্থী। ওই দিন ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া কারিগরি বোর্ডে তিনজন পরিদর্শকও বহিষ্কার হন।
 
দুইদিনে মোট অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৫শ’ ৪০ জন। বহিষ্কৃতের সংখ্যা ৯০ জন।
 
এদিকে রোববার (০৮ ফেব্রুয়ারি) থেকে হরতাল ডাকায় আগামী ৮ ফেব্রুয়ারির পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি ও ১০ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।