ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

গাজিরচট এএম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাপ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
গাজিরচট এএম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): আশুলিয়ার গাজিরচট স্কুল অ্যান্ড কলেজের ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন আশুলিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খাঁন।



বিকেলে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

প্রতিষ্ঠানটির সভাপতি এনামুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফাহাদ পারভেজ বসুনিয়া, সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়া মেনজিস ও আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।