ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

শিক্ষা

কলারোয়ায় কলেজ অধ্যক্ষসহ দুই শিক্ষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
কলারোয়ায় কলেজ অধ্যক্ষসহ দুই শিক্ষক বরখাস্ত

সাতক্ষীরা: নাশকতায় জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সোনার বাংলা কলেজের অধ্যক্ষসহ দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বৃহস্পতিবার বিকেলে তাদের বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।



বরখাস্তকৃতরা হলেন- সোনাবাড়িয়া সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও একই কলেজের সহকারী অধ্যাপক এমামুল হক।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নাশকতা, জ্বালাও-পোড়াও ও প্রাণহানির ঘটনায় জড়িত থাকায় তাদের নামে কলারোয়া থানায় একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকে ওই ২ শিক্ষক গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পালিয়ে রয়েছেন।

ফলে কলেজের ব্যাপক ক্ষতি হওয়ায় বিধি অনুযায়ী ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।