ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নকল সরবরাহের অভিযোগে ৮ শিক্ষকসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
নকল সরবরাহের অভিযোগে ৮ শিক্ষকসহ আটক ৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসএসসি পরিক্ষার্থীদের নকল সরবরাহ করার অভিযোগ ৮ শিক্ষকসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।  
 
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন পূর্ব রাজদিয়া গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।


 
তাদের কাছ থেকে পুলিশ ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ও প্রশ্নপত্রের উত্তর লেখা সম্বলিত নকল উদ্ধার করে। এ ঘটনায় বিকেলে আটকদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  
 
আটকরা হলেন- রাজদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মাওলা (৫৬), রসুনীয়া উচ্চ বিদ্যালয়ের চিত্ত রঞ্জন বর্মণ (৪০), রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক সাইজুদ্দিন (২২), সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাছির উদ্দিন (২৬), রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শীতল চন্দ্র দাস (২৯), সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোক্তার হোসেন (২৮), খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিদার হোসেন (৩৭), খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান (২৫) ও  ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র রমজান হোসেন (২৬)।
 
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, আটকরা এসএসসি ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালীন নজরুল ইসলামের বাড়িতে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।  
 
এ ঘটনায় বিকেলে কেন্দ্র সচিব বিশ্বনাথ বাবু বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।