ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শুক্র-শনিবারও জাকনবিতে ক্লাস-পরীক্ষা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
শুক্র-শনিবারও জাকনবিতে ক্লাস-পরীক্ষা হবে

ময়মনসিংহ: হরতাল-অবরোধেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাকনবি) ক্লাস ও পরীক্ষা চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।



উপাচার্য বলেন, দেশের উন্নয়নের স্বার্থে ও শিক্ষার্থীদের সেশনজট কমাতে ক্লাস-পরীক্ষা চালিয়ে যেতে হবে। শুক্রবার ও শনিবারও ক্যাম্পাস খোলা থাকবে এবং নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আলাপকালে তিনি জানান, এর আগে পরিবহন ও নিরাপত্তা বিষয়ক সভায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার-শনিবার ক্লাস-পরীক্ষার কথা বলা হয়েছিল। গত বুধবার এক কর্মসূচিতেও বিষয়টি নিয়ে কথা হয়।

ক্যাম্পাস সচল রাখার প্রত্যয় ব্যক্ত করে ড. মোহিত উল আলম বলেন, হরতাল-অবরোধে এক দিনের জন্যও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে না।

‘যত বাধাই আসুক ক্যাম্পাস খোলা থাকবে, ক্লাস-পরীক্ষা নিয়মিত চলবে। সচল রাখা হবে ক্যাম্পাস’--বলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।