ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

শিক্ষা

বাকৃবিতে বিএনপিপন্থি শিক্ষকদের মৌন মিছিল

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
বাকৃবিতে বিএনপিপন্থি শিক্ষকদের মৌন মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মৌন মিছিল করেছে জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’।

পরিকল্পিতভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অভূক্ত রেখে হত্যার ষড়যন্ত্র এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সোনালী দলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মৌন মিছিলটি শুরু হয়।



বিএনপিপন্থি প্রায় অর্ধশতাধিক শিক্ষকের উপস্থিতিতে বিভিন্ন অনুষদ ভবন প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা।

বক্তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দ্রুত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।