ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি উপাচার্যের স্বর্ণপদক লাভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ঢাবি উপাচার্যের স্বর্ণপদক লাভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষা, শান্তি ও আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-২০১৫ সালের ‘অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক’ লাভ করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই স্বর্ণপদক প্রদান করা হয়।


 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্যের হাতে স্বর্ণপদক তুলে দেন।
 
পদকপ্রাপ্তির প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাবি উপাচার্য বলেন, শিক্ষার সঙ্গে শান্তি সরাসরি সম্পৃক্ত। সুশিক্ষিত জাতি গড়ে উঠলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই আমরা একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবো।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেররের সভাপতিত্বে অনুষ্ঠানে সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মিসেস হাসিনা দৌলা বক্তব্য রাখেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মায়ানমার, দক্ষিণ কোরিয়া ও চীনের রাষ্ট্রদূত।
 
২০০১ সালে বৌদ্ধ কৃষ্টি প্রচারসংঘ ‘অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক’ প্রবর্তন করে বাংলাদেশ। শিক্ষা, ধর্ম, দর্শন এবং সার্বজনীন মঙ্গল ও কল্যাণ সাধনে বিশেষ অবদানের জন্য দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা ইতোমধ্যেই এ পদকে ভূষিত হয়েছেন।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ থাইল্যান্ড, চীন এবং দক্ষিণ কোরিয়ার ৫ বিশিষ্ট ব্যক্তি ‘অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক’ লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।