ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

বেরোবি’র অচলাবস্থা নিরসনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
বেরোবি’র অচলাবস্থা নিরসনের দাবি

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অচলাবস্থা নিরসনের দাবিতে গণঅবস্থান ও সংহতি সমাবেশ করেছে বাসদ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।



কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রংপুর জেলা বাসদের সমন্বয়ক আনোয়ার হোসেন  বাবলু, কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড. রেজাউল হক, রংপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মোজাহার আলী, জেলা সিপিবির সভাপতি শাহাদাত হোসেন, বাসদ জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ প্রমুখ।

বক্তারা অভিলম্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বন্দ্ব নিরসন করে শিক্ষা কার্যক্রম সচল করার দাবি জানান।

হাজারো শিক্ষার্থীকে সেশনজটের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান তারা।

বাংলাদেম সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।