ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র করছে স্বাধীনতাবিরোধীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র করছে স্বাধীনতাবিরোধীরা ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধের নামে দেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র করছে স্বাধীনতাবিরোধীরা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী।

সোমবার (২৩ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ২৩ মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাসদ ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত  সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন। সঞ্চালনা করেন জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু।

ঢাবি উপাচার্য বলেন, মার্চ আমাদের অহঙ্কার ও গৌরবের মাস। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা ঐতিহাসিক ভাষণ দেন। ২৩ মার্চ বঙ্গবন্ধু প্রথম স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেন, অসহযোগ আন্দোলন শুরু করেন। এটা হলো বাংলাদেশর ইতিহাস। অথচ দুঃখের বিষয় নানাভাবে এটাকে বিকৃত করা হচ্ছে। তথাকথিত স্বাধীনতার ঘোষক নিয়ে আসা হচ্ছে।

আরেফিন সিদ্দিকী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় সত্যের পক্ষে। সত্যের বিষয়ে এ বিশ্ববিদ্যালয় কখনও আপোস করেনি, ভবিষ্যতেও করবে না।

উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করে যাচ্ছে। দেশের অগ্রগতি থামিয়ে দেওয়ার চেষ্টা করছে।

স্বাধীনতাবিরোধী শক্তি হরতাল ও অবরোধের নামে নাশকতা করে দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।