ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে মধ্যপ্রাচ্যের প্রত্ন নিদর্শন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ মার্চ) বেলা ১২টায় ক্যাম্পাসের কাঁঠালতলায় এ মানববন্ধন করেন তারা।

এতে শিক্ষকরাও অংশ নেয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক, প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সোহরাব উদ্দীন, শিক্ষক মো. সাদেকুজ্জাম, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আসাদুজ্জামান।

এ সময় বক্তারা বিশ্বব্যাপী প্রত্নসম্পদ রক্ষার দাবি করেন। এছাড়া তারা ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের জন্য লালমাই পাহাড় কেটে মাটি নেওয়ার মাধ্যমে পাহাড় ধ্বংসের প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।