ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসির ৩য় দিনে সিলেটে অনুপস্থিত ৫৫৩, বহিষ্কার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
এইচএসসির ৩য় দিনে সিলেটে অনুপস্থিত ৫৫৩, বহিষ্কার ৩ ফাইল ফটো

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার তৃতীয় দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫শ’ ৫৩ জন পরীক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।



বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মান্নান খান বাংলানিউজকে এসব তথ্য জানান।

প্রফেসর আব্দুল মান্নান জানান, ৭৫টি কেন্দ্রে ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন ৫শ’ ৫৩ জন পরীক্ষার্থী।

তাদের মধ্যে সিলেট জেলায় ২শ’ ৬৭ জন, হবিগঞ্জ জেলায় ৭৬ জন, মৌলভীবাজার জেলায় ১শ’ ২১ জন ও সুনামগঞ্জ জেলায় ৮৯ জন শিক্ষার্থী রয়েছেন।

এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে হবিগঞ্জে দুইজন ও সুনামগঞ্জে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এএএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।