ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

নাসিরনগরে ৬ এইচএসসি শিক্ষার্থীর বহিষ্কার ও অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
নাসিরনগরে ৬ এইচএসসি শিক্ষার্থীর বহিষ্কার ও অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ডিগ্রি কলেজে চলমান এইচএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নকলের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার ও একই সঙ্গে ওই শিক্ষার্থীসহ সাতজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



বৃহস্পতিবার (০৯ এপ্রিল) নাসিরনগরের ইউএনও চৌধুরি মোয়াজ্জম আহমদ ও সহকারী কমিশনার (ভূমি) সরকার আব্দুল্লাহ আল-মামুন পরীক্ষা কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের নকল করতে দেখে এ সাজা দেন।
 
নকল করার দায়ে বহিষ্কৃতরা হলো, সাদেকুর রহমান, তোফাজ্জল হোসেন, আতাউর রহমান, বাহার উদ্দিন, জসিম উদ্দিন, নুরুত্তম দাস।

পরে সাদেকুরকে দুই হাজার, তফাজ্জলকে এক হাজার, আতাউরকে পাঁচশ, বাহারকে তিন হাজার, জসিমকে এক হাজার ও নুরুত্তমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নকল সরবরাহ করার দায়ে সাদ্দাম হোসেন নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।