ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে ইউনিসেফ প্রতিনিধি দলের বিদ্যালয় পরিদর্শন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ৪, ২০১৫
সৈয়দপুরে ইউনিসেফ প্রতিনিধি দলের বিদ্যালয় পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর শহরে অবস্থিত নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদরের গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে ইউনিসেফের একটি প্রতিনিধি দল।

সোমবার (৪ মে) দুপুরে প্রতিনিধি দলটি এ দুই বিদ্যালয়ের পাঠদানসহ অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করেন।



প্রতিনিধি দলে আন্তজার্তিক দাতা ডিএফএটিডির আলি মো. শহিদুজ্জামান, রাইফুল জান্নাত, হিথার ম্যাকব্রাইড, ফাহমিদা শাবনাম, এডিবি প্রতিনিধি জামান মাহমুদ, ইউনিসেফ প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জর্জ কাদেরী ছিলেন।

তাদের সঙ্গে সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব ও নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মির্জা জহুরা আক্তারও ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি এ দুই বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, ভৌত অবকাঠামো, স্থানীয় জনগণের সম্পৃক্ততা প্রভৃতি বিষয় পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।