ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবিতে স্বামী বিবেকানন্দ স্মরণে আলোচনা সভা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ৪, ২০১৫
জবিতে স্বামী বিবেকানন্দ স্মরণে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: স্বামী বিবেকানন্দের শুভাগমন স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আয়োজনে এ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, স্বামী বিবেকানন্দ সব ধর্মের মানুষকে এক প্লাটফর্মে এনে মানবতার জয়গান করে সমাজের কল্যাণে কাজ করেছেন। তিনি প্রকৃতপক্ষে সাধারণ মানুষের মঙ্গলের জন্য নিয়োজিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় বিকেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অশোক কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘন্টা,০৪ মে ২০১৫ ইং
আইএএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।