ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাতিল হচ্ছে ইবির গ্রীষ্মকালীন ছুটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ৫, ২০১৫
বাতিল হচ্ছে ইবির গ্রীষ্মকালীন ছুটি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আসন্ন গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও রমজানের ছুটি কমিয়ে এনে শিক্ষা কার্যক্রম চালু রাখার পক্ষে মতামত দিয়েছেন শিক্ষকরা।
 
মঙ্গলবার (০৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


 
উপাচার্য অফিস সূত্র জানায়, ইবিতে আসন্ন গ্রীষ্মকালীন ছুটি ও রমজানের ছুটি কমিয়ে এনে ছুটির মধ্যে ক্লাস-পরীক্ষা চালু রাখার ব্যাপারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষদ সমূহের ডিন ও বিভাগীয় সভাপতিরা এতে উপস্থিত ছিলেন।
 
সভায় উপস্থিত ডিন ও বিভাগীয় সভাপতিরা গ্রীষ্মকালীন ছুটি বাতিলের পক্ষে মতামত দিয়েছেন। রমজানের ছুটির মধ্যেও পরীক্ষা চালু রাখার পক্ষে মতামত দিয়েছেন অনেকে।
 
তবে, কিছু বিভাগ একাডেমিক কমিটির বৈঠকে ছুটি বাতিলের সিদ্ধান্ত নিলেও অনেক বিভাগ এ ব্যাপারে এখনো কোনো লিখিত সিদ্ধান্ত দেয়নি বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।  
 
বৈঠকে স্ব স্ব বিভাগকে শনিবারের মধ্যে একাডেমিক কমিটির বৈঠক করে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে উপাচার্য বরাবর লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
 
সভায় আরো উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিন প্রমুখ।
 
উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বাংলানিউজকে বলেন,‘ শনিবারের মধ্যে প্রত্যেক বিভাগকে একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত নিয়ে লিখিতভাবে প্রশাসনকে জানাতে বলা হয়েছে। এসব সিদ্ধান্তের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেবো।
 
এর আগে, ৩ এপ্রিল শিক্ষক-শিক্ষার্থীদের ছুটি বাতিলের দাবি নিয়ে বাংলানিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার মঙ্গলবার বৈঠকের আয়োজন করেন বলে উপাচার্য অফিস সূত্র জানায়।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ০৫, ২০১৫       
এমজেড    

** আবারো দীর্ঘ ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে ইবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।