ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মে ৬, ২০১৫
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালা

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে এক কর্মশালার আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় কর্মশালাটি শুরু হবে।



বুধবার (৬ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর’র ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, বিশেষ অতিথি হিসেবে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন।

কর্মশালা অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

কর্মশালায় সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, পত্রিকার সম্পাদক, স্টেকহোল্ডারসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ০৬, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।