ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষার মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ৮, ২০১৫
শিক্ষার মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে কর্মশালার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (০৮ মে) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ কর্মশালায় সভাপতিত্ব করেন।

কর্মশালায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর মধ্যে শিক্ষার্থীদের শ্রেণিমুখী করা, পাঠ্যপুস্তক যুগোপযোগী করা, তথ্য-প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা, মানসম্পন্ন শিক্ষক, মেধারভিত্তিতে কেন্দ্রীয়ভাবে কলেজ শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত অবকাঠামোগত সুযোগ-সুবিধা, শিক্ষা কার্যক্রমের নিবিড় মনিটরিং, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালন দলীয় রাজনীতিমুক্তকরণসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

কর্মশালায় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, কলেজ অধ্যক্ষ, গভর্নিং বডি ও শিক্ষার্থীদের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারগণ অংশগ্রহণ করেন।

এর মধ্যে ছিলেন, প্রফেসর নজরুল ইসলাম (সাবেক চেয়ারম্যান, ইউজিসি), প্রফেসর আবদুল মমিন চৌধুরী (সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়), প্রফেসর আমীরুল ইসলাম চৌধুরী (সভাপতি, এশিয়াটিক সোসাইটি), প্রফেসর শরীফ এনামুল কবির (সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সদস্য, পাবলিক সার্ভিস কমিশন), অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ (সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক মুনতাসীর মামুন (ইতিহাসবিদ), অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ খান (সাবেক উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মো. শাহাদাত আলী (সাবেক প্রো-ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর (প্রো-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়), সিরাজ উদ্দিন আহমেদ (সাবেক যুগ্ম-সচিব), আক্তারুজ্জামান জেলা পরিষদ প্রশাসক, গাজীপুর), ড. মোখলেছুর রহমান (বিশ্ব ব্যাংক), অধ্যাপক ড. অহিদুজ্জামান, অজয় দাশ গুপ্ত (কার্যনির্বাহী সম্পাদক, সমকাল), মুসতাক আহমদ (সাংবাদিক) ও বিভিন্ন কলেজের অধ্যক্ষ, রিপন মিয়া (ছাত্র, তিতুমীর কলেজ), সামিরা সুলতানা শান্তা (ছাত্রী, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ) প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ০৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।