ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মের ছুটিতে ৭ দিন ক্লাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ১০, ২০১৫
ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মের ছুটিতে ৭ দিন ক্লাস শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: বিএনপি-জামায়াতের ৫ জানুয়ারি পরবর্তী হরতাল-অবরোধ কর্মসূচির কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মের ছুটিতে ৭ দিন অতিরিক্ত ক্লাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১০ মে’ ২০১৫) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত  সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষর্থীদের ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মের ছুটিতে যে কোনো ৭ দিন ক্লাস নেবেন শিক্ষকরা। আর যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব প্রতিষ্ঠানে শনিবার ও শুক্রবারেও ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে নিতে হবে।

সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক রকম ক্ষতি হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের কম ক্ষতি হয়েছে। আবার কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেশি ক্ষতি হয়েছে। যে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেশি ক্ষতি হয়েছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শুক্র ও শনিবার অতিরিক্ত ক্লাস পরিচালনা করা হবে। ক্ষতির পরিমান বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধা মতো ব্যবস্থা নেবেন।
 
সভায় কলেজ ও স্কুল প্রধানরা তাদের মতামত তুলে ধরার পর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রতিনিধি, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আগামী ১৪ মে থেকে ২৮ মে পর্যন্ত ১৪ দিন গ্রীষ্মের ছুটি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ১০, ২০১৫, আপডেট: ১৫৪২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।