ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি অধ্যাপকের মৃত্যু

উপাচার্য-সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শোক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, মে ১৯, ২০১৫
উপাচার্য-সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

সোমবার (১৮ মে) দু’টি পৃথক বিজ্ঞপ্তিতে এ শোক বাণী জানানো হয়।



আরেফিন সিদ্দিক তার সাবেক সহকর্মী আনিসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আনিসুর রহমান ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষক। সাংবাদিকতা শিক্ষার ক্ষেত্রে তার কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবে।

পৃথক এক বিজ্ঞপ্তিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো। এ দেশে সাংবাদিকতা শিক্ষার ক্ষেত্রে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞপ্তিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

অধ্যাপক আনিসুর রহমান সোমবার (১৮ মে) রাত দেড়টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।