ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার শুক্রবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ২১, ২০১৫
জাবিতে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘বিল্ড দাইসেলফ, সার্ভ দ্য ন্যাশন’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে তিন দিনব্যাপী ক্যারিয়ার প্ল্যানিং ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষ নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।



বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক মো. মাসুদ রেজা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, অনুষ্ঠানে ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্রাইভেট সেক্টর ও অরগানাইজেশনাল স্কিল বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাসান শাহ রিপন, সাধারণ সম্পাদক মিঞা পলাশ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন, দ্বিতীয় দিন শুক্রবার মূল পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন ও ক্লাবের শিক্ষক উপদেষ্টারা। মূল অনুষ্ঠানে বিভিন্ন সেশন পরিচালনা করবেন বাংলাদেশের নামকরা বহুজাতিক কোম্পানির সফল ব্যক্তিরা।

সেমিনারে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আলোচনা করবেন আল মামুন রোমেল, হুমাইরা আফরিন, মি. জি সামডানি ডন, রিয়াদ শাহরিয়ার আহমেদ হোসাইন, নাভিদ মাহবুব, জারা মাহবুব ও সাদাফ সুলতান।

অনুষ্ঠানের তৃতীয় দিন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে নন্দন পার্কে অনুষ্ঠিত হবে আউটডোর ক্যাম্প।

আয়োজনে বিভিন্ন বিভাগে স্পন্সর হিসেবে থাকবে এলসিবিএস-ঢাকা, নেসক্যাফ, গোল্ডমার্ক, এক্সি, নন্দন পার্ক। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার এক বছরের মধ্যে ক্লাবটি শিক্ষার্থীদের চাহিদার দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই বেসিক আইটি স্কিল বিষয়ে কর্মশালা, বিসিএস সেমিনার, উচ্চ শিক্ষা বিষয়ক জিআরই সেমিনার, বিসিএস মডেল টেস্টসহ ১০-১২টি সফল ইভেন্টের আয়োজন করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি হাসান শাহ রিপন বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু স্বপ্নচারী ও ক্যারিয়ারিস্ট তরুণদের হাত ধরে এ ক্লাবের সূচনা। ক্লাবটি স্বপ্নচারী তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ২১, ২০১৫
ওও/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।