ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ২৬, ২০১৫
বাকৃবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সদস্যরা মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।



এসময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, সমস্যা ও উত্তরণের উপায় সম্পর্কে আলোচনা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর এসময় বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার দিকটিকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতিকে শিক্ষা ও গবেষণা উপযোগী করে তোলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনের দিনগুলোতে কাজ করে যাবো।

বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখা ও চ্যালেঞ্জ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।