ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মে ২৮, ২০১৫
কুবির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়।



সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ৠালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
 
র‌্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 
পরে বিশ্ববিদ্যালয়ের বাস টার্মিনাল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুণ্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার, বিজ্ঞান অনুষদের ডিন ড. সৈয়দুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, প্রক্টর মো. আইনুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধির চর্চা করতে হবে। জ্ঞান অর্জন করতে হলে শিক্ষার পরিবেশ, গবেষণাগার ও জ্ঞান বিতরণের প্রতি গুরুত্বারোপ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতি সরকারের সুদৃষ্টি রয়েছে। সরকারের সহযোগিতায় ধারাবাহিকভাবে এর যাবতীয় সমস্যা সমাধান করা হবে।

কর্মসূচির দ্বিতীয় পর্বে জলের গান ও মাইন্ড ল্যাবস ব্যান্ডের অংশগ্রহণে মনোজ্ঞ কনসার্ট পরিবেশিত হয়।

২০০৬ সালের ২৮ মে সাতটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৭ সালের ২৮ মে।   বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি অনুষদের অধীনে ১৭টি বিভাগে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।