ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বোর্ড সেরা সিলেট ক্যাডেট কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
বোর্ড সেরা সিলেট ক্যাডেট কলেজ

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০১৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা,পাসের হার,জিপিএ-৫ ও প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করেছে সিলেট শিক্ষা বোর্ড।

তালিকার প্রতিবারের ন্যায় এবারও বোর্ড সেরার অবস্থান ধরে রেখেছে সিলেট ক্যাডেট কলেজ।

এ বছর প্রতিষ্ঠানটির ৫৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া গতবার দ্বিতীয় স্থ‍ানে থাকা ব্লু-বার্ড হাই স্কুলকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে জায়গাটি দখল করে নিয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। চতুর্থ স্থানে রয়েছে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পঞ্চম স্থানে রয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

এরপর সেরা ২০’র তালিকায় রয়েছে- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বি এ এফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের স্কলার্স হোম, নবীগঞ্জের হোমল্যান্ড আইডিয়াল স্কুল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল, মৌলভীবাজারের দ্য ফ্লাওয়ার এস কে জি উচ্চ বিদ্যালয়, সিলেটের আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দ্য বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের শাহজালাল জামিয়া ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজারের রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, হবিগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাই স্কুল, সিলেটের বাংলাদেশ ব্যাংক স্কুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জের এস সি বালিকা উচ্চ বিদ্যালয়।

শনিবার (৩০ মে) প্রকাশিত ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৮১.৮২। জিপিএ- ৫ প্রাপ্তির সংখ্যা দুই হাজার ৪৫২ জন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এএএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।