ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহীর সেরা ১০-এ বগুড়ার ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
রাজশাহীর সেরা ১০-এ বগুড়ার ৭

বগুড়া: সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী বোর্ডের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭টি স্থানই দখল করেছে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এর মধ্যে বোর্ডে ও জেলায় প্রথম হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, দ্বিতীয় বগুড়া জিলা স্কুল এবং জেলায় তৃতীয় ও বোর্ডে পঞ্চম হয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।



এছাড়া বোর্ডে তৃতীয় হয়েছে রাজশাহী ক্যাডেট স্কুল ও কলেজ, চতুর্থ হয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল ও কলেজ, ষষ্ঠ পাবনা ক্যাডেট স্কুল কলেজ, সপ্তম রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অষ্টম বিয়াম মডেল স্কুল ও কলেজ, নবম রাজশাহী পিএন গার্লস হাই স্কুল এবং দশম হয়েছে বগুড়া এসওএস হারম্যান মেইনার স্কুল ও কলেজ।

শনিবার (৩০ মে) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  সুফিয়া নাজিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
টিএমএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।