ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডের সেরা বিশে খুলনার ৯ স্কুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
যশোর বোর্ডের সেরা বিশে খুলনার ৯ স্কুল

খুলনা: এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ডের সেরা বিশ স্কুলে খুলনার ৯টি স্কুল স্থান করে নিয়েছে।

বোর্ডের তৃতীয় স্থানে খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল।

এ স্কুল থেকে ১০৬ জন পরীক্ষ‍ার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন।

চতুর্থ স্থান অর্জন করেছে খুলনা পাবলিক কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২০ জন।

পঞ্চম খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়। এ স্কুল থেকে ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন।

সপ্তম স্থানে রয়েছে খুলনা জিলা স্কুল। স্কুলটির ৪৩৪ জন পরীক্ষ‍ার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০১ জন।

নবম খুলনার সরকারি ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়। এখানে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন, মোট পরীক্ষার্থী ছিল ১৭৫ জন।

১৪তম হয়েছে খুলনা সরকারি বালিকা বিদ্যালয়। স্কুলটির ১২৭ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।

১৫তম খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়। স্কুলের ৫২ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।

১৮তম খুলনার বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।

সবশেষ শীর্ষ বিশ-এ রয়েছে খুলনার নৌবাহিনী মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুলের ২৩১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮১ জন।

শনিবার (৩০ মে) দেশের আটটি শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একযোগে ফলাফল প্রকাশিত হয়। এ বছর পাসের হার ৮৭.০৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।