ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

মৌলভীবাজারে পাস ৭৭.০৪, জিপিএ-৫ ৪৮৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
মৌলভীবাজারে পাস ৭৭.০৪, জিপিএ-৫ ৪৮৩ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: চলতি বছর মৌলভীবাজার জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ০৪।

মোট ১৬ হাজার ৫২৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৬৯২ জন।

উত্তীর্ণদের মধ্যে ৫ হাজার ৫৭৫ জন ছাত্র ও ৭ হাজার ১১৭ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ৪৮৩ জন।

শনিবার (৩০ মে) সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের  পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এদিকে, সিলেট বিভাগের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএ এফ শাহিন কলেজ ও বড়লেখা উপজেলার আর কে লাইসিয়াম হাই স্কুল।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।