পটুয়াখালী: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পটুয়াখালীতে পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডের মধ্যে সর্বনিম্ন। তবে বোর্ডের সেরা দশে স্থান করে নিয়েছে জেলার দুই স্কুল।
এবার বরিশাল বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩৭। তবে পটুয়াখালীতে এ হার ৭৯ দশমিক ১১।
এদিকে, জেলায় প্রথম এবং বরিশাল শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অধিকার করেছে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ২৫৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৫২ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন।
এছাড়া পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় বরিশাল বোর্ডে সপ্তম স্থান অধিকার করেছে। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন।
পটুয়াখালী জেলায় এ বছর ২৪৭টি স্কুল থেকে ১২ হাজার ৫৫৮ পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৯ হাজার ৯৫৮ জন। এর মধ্যে ছেলে ৫ হাজার ২৩২ জন এবং মেয়ে ৪ হাজার ৭২৬ জন। জেলায় শতভাগ পাস করেছে মাত্র ৫টি স্কুল।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর