ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় সেরা অন্নদা স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় সেরা অন্নদা স্কুল

ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় শীর্ষ স্থান অর্জন করেছে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। স্কুলটি বোর্ডের সেরা বিশে ১৫তম হয়েছে।



এবার এ স্কুল থেকে ২৮১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৭৯ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ২৭। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন।

শনিবার (৩০ মে) দুপুরে ফলাফল ঘোষণা করা হলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উচ্ছাসে ফেটে পড়ে।
 
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বাংলানিউজকে বলেন, রাজনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যে এ বছর শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। ভাল ফল অর্জন করায় তিনি শিক্ষার্থী ও শিক্ষক-অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ বছর ৩০০ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৫ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।