ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বগুড়ার আরডিএ স্কুল রাজশাহী বোর্ডে ১৪তম

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, মে ৩১, ২০১৫
বগুড়ার আরডিএ স্কুল রাজশাহী বোর্ডে ১৪তম

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বগুড়া পল্লি উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (আরডিএ) বরাবরের মতো এবারও সুনাম অক্ষুণ্ণ রেখেছে।

শনিবার (৩০ মে) প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ থেকে পরীক্ষায় মোট ১৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন।

পাসের হার শতভাগ। সার্বিক ফলাফলের দিক দিয়ে রাজশাহী বিভাগে স্কুলটির অবস্থান ১৪তম।

বগুড়া পল্লি উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর অধ্যবসায়, নিয়মানুবর্তিতা মেনে চলা হয়। অপেক্ষাকৃত দ‍ুর্বলদের আলাদাভাবে বাড়তি নজরে রাখি আমরা।

শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হওয়া ও অভিভাবকদের দায়িত্বশীলতার কারণেই এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।