ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববির নবনিযুক্ত ভিসির কর্মস্থলে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ৩১, ২০১৫
ববির নবনিযুক্ত ভিসির কর্মস্থলে যোগদান অধ্যাপক ড. এস এম ইমামুল হক

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এস এম ইমামুল হক তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

রোববার (৩১ মে) বেলা পৌনে ১২টায় তিনি ঢাকা থেকে বিমানযোগে ববি ক্যাম্পাসে আগমন করেন।



পরে দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের বিভাগীয় প্রধানসহ সব শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় নতুন উপাচার্যকে ববি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদ, চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদ ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরআগে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরিশালে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক,  রেজিস্ট্রারসহ (চলতি দায়িত্ব) বিভিন্ন দপ্তরের প্রধান।

গত ২৪ মে রাষ্ট্রপতি আগামী ৪ বছরের জন্য অধ্যাপক ড এস এম ইমামুল হককে ববির উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।