ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পে-স্কেল পুননির্ধারণের দাবিতে খুবিতে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুন ১, ২০১৫
পে-স্কেল পুননির্ধারণের দাবিতে খুবিতে শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: প্রস্তাবিত পে-স্কেল পুননির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (১ জুন) দুপুরে ক্যাম্পাসের হাদী চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম।

মানববন্ধনে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, সুপারিশকৃত পে-স্কেলে আর্থিক দিকের চেয়ে শিক্ষকদের মর্যাদার বিষয়টি বেশি জড়িত।

তিনি বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোতে সিনিয়র প্রফেসরদের অবস্থান দেখে আমরা হতাশ হয়েছি, অপমান বোধ করছি। এ সুপারিশে শিক্ষকদের মর্যাদার ওপর আঘাত করা হয়েছে।

উপাচার্য আরও বলেন, আমি বিশ্বাস করি শিক্ষা ও শিক্ষকবান্ধব এ সরকার শিক্ষকদের অমর্যাদা হয় এমন কিছু করবে না।

তিনি এই বেতন কাঠামোর সুপারিশ মন্ত্রিসভায় যাওয়ার আগে তা সংশোধন করে পুনরায় পেশ করার আহবান জানান।

ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষকদের অনুরাগের প্রতি, শিক্ষকদের মর্যাদার বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন এবং বিষয়টা তিনি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।

মানববন্ধনের প্রাক্কালে সূচনা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান।

মানববন্ধন থেকে সিলেকশন গ্রেড পুনর্বহাল, শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও প্রস্তাবিত পে-স্কেল পুনর্নির্ধারণের দাবি জানানো হয়। এ সময় স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. কাজী শাহনেওয়াজ রিপনসহ সমিতির অন্য সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।