ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রস্তাবিত বেতন কাঠামোর প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ১, ২০১৫
প্রস্তাবিত  বেতন কাঠামোর প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

সিলেট: প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সচিব কমিটির বৈষম্যমূলক সুপারিশের প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার (০১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।

বক্তারা বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। তাই জ্যেষ্ঠ অধ্যাপকদের বেতন স্কেল জ্যেষ্ঠ সচিবদের সমান ও অধ্যাপকদের বেতন স্কেল পদায়িত সচিবদের সমান করে পূণনির্ধারণ করতে হবে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগী-সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো অধ্যাপকদের বেতনের সঙ্গে সমন্বয় করার দাবি জানান তারা।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞার সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। কর্মসূচি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ড।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।