ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শোভাযাত্রা ও সভার মাধ্যমে কুবিসাসের অভিষেক

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুন ১, ২০১৫
শোভাযাত্রা ও সভার মাধ্যমে কুবিসাসের অভিষেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও স্মারকের মোড়ক উন্মোচনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস)।

সোমবার (০১ জুন) সকালে কুবিসাসের অভিষেক উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ, শিক্ষক-শিক্ষার্থীসহ কুবিসাসের সদস্যরা।

এদিকে, দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুবিসাসের সভাপতি মো. রবিউল হক রবির সভাপতিত্বে  এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ।

সভায় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাস, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, প্রক্টর মো. আইনুল হক, ছাত্র পরামর্শ বিষয়ক উপদেষ্টা ড. মো. আহসান উল্যাহ প্রমুখ।

পরে কুবিসাসের প্রকাশনায় ‘প্রত্যুষ’ নামে একটি স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
 
কুবিসাসের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। গত বছর প্রথম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ০১, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।