ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গ্রিন ইউনিভার্সিটিতে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুন ৫, ২০১৫
গ্রিন ইউনিভার্সিটিতে নজরুল জন্মজয়ন্তী উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের গ্রিন অডিটোরিয়ামে আলোচনা সভা, সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।



গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডাইরেক্টর ও ট্রেজারার মো. শহীদ উল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির।

আলোচনায় অংশ নেন ফিল্ম, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগের চেয়ারম্যান ড. মো. আফজাল হোসেন খান।

সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহীই ছিলেন না, তিনি মানবতার কবিও ছিলেন। তার লেখায় দিন-মজুর ও শ্রমিকসহ সাধারণ মানুষের কথা উঠে এসেছে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় তার ক্ষুরধার লেখনি স্বাধীনতা সংগ্রামেও মানুষকে উদ্বুদ্ধ করেছে। দেশ গড়ায় সর্বসাধারণকে জাগ্রত করেছে।

বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্যের কবি। তার অসাম্প্রদায়িক দর্শন মানবকল্যাণকে জোরদার করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বক্তব্যে শিক্ষার্থীদেরও নজরুলের মত মানবিক হতে এবং দেশোন্নয়নে কাজ করার আহ্বান জানান।

পরে আয়োজিত নজরুল সংগীত প্রতিযোগিতায় অংশ নেন ১১ শিক্ষার্থী। তাদের মধ্যে নজরুল সংগীত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিয়াজ রাব্বি, কম্পিউটার বিজ্ঞান বিভাগের পিংকি সরকার এবং সমাজ বিজ্ঞান বিভাগের পেহেলী চাকমা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।