ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথম ‘অ্যালামনাই নাইট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, জুন ৬, ২০১৫
বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথম ‘অ্যালামনাই নাইট’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রথম ‘অ্যালামনাই নাইট’ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার সন্ধ্যায় (০৫ জুন) বিইউ’র গাজী ওয়ালিউর রহমান মিলনায়তনে এ অ্যালামনাই নাইট অনুষ্ঠিত হয়।


 
এ অ্যালামনাই নাইটের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
 
২০০১ সালে বিইউ প্রতিষ্ঠার পর এই প্রথম অ্যালামনাই নাইট অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে ডিগ্রি অর্জনকারী প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন।
 
অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক বলেন, ৪২ বছর পর ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন দেখে ভারত বিরোধীরাও শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছেন।
 
তিস্তা চুক্তি সম্পর্কে নানক বলেন, তিস্তা চুক্তি নিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ। বর্তমান সরকারের মেয়াদে তিস্তা চুক্তি ও এর বাস্তবায়ন হবে।
 
দেশের উন্নয়নকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী পেট্রোলবোমা হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

ছাত্রছাত্রীদের এ মিলনমেলা ভবিষ্যতেও অব্যাহত রাখার এবং তাদের দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান নানক।
 
অনুষ্ঠানে বিইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল ইসলাম বলেন, বিইউ’র প্রথম অ্যালামনাই’র যে ধারা চালু হলো তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিইউ প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছরে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী ডিগ্রি নিয়ে যোগ্য মানুষ হয়ে দেশ-বিদেশে কর্মরত।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিইউ’র বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর।
 
এর আগে শুক্রবার বিকেল ৪টা থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাম্পাস স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে অ্যালামনাই নাইট’র সমন্বয়ক ও বিইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী, কলা অনুষদের ডিন প্রফেসর মোস্তফা কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমামউদ্দিন, বিইউ’র ডেপুটি ডিরেক্টর (ব্র্যান্ডিং) কাজী তাইফ সাদাত প্রমুখ বক্তব্য রাখেন।
 
প্রথম অ্যালামনাই নাইট উপলক্ষ্যে বিইউ ক্যাম্পাস প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়।

বাংলাদেশ সময়:০৩২৯ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।