ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে বেরোবির কম্পিউটার সায়েন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুন ৬, ২০১৫
ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে বেরোবির কম্পিউটার সায়েন্স

রংপুর: রংপুর বিভাগের আট জেলার দুইশ’ শিক্ষা প্রতিষ্ঠানকে বিনামূল্যে ওয়েবসাইট চালু করে দিচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশ জারির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপটার্ন আইটির সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করছেন।



এ বিষয়ে শনিবার (৬ জুন) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের  শিক্ষার্থী অনিন্দ্য কুমার রায় ‍বাংলানিউজকে জানান, তারা বিভাগের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট স্কুল, কলেজ, মাদরাসা মিলিয়ে মোট দুইশ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে দিচ্ছেন বিনামূল্যে।

জুন থেকে জুলাই পর্যন্ত চলবে এই ওয়েবসাইট তৈরির কার্যক্রম। আগ্রহীদের ০১৭১৭৪৬৬১১১ ও ০১৭২৩৩৮০৬০৯ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।