ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ৬, ২০১৫
ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নবীনবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. জসিম উদ্দিন খান।

দেশজুড়ে মাদকের ভয়াল আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে প্রতিনিয়ত মাদক বিস্তার লাভ করছে। তরুণরা মাদকে আসক্ত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও মাদকের থাবা থেকে মুক্ত নয়।

ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজের চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহালুল হক চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, গভর্নিং বডির সদস্য আবু সায়েম ও ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড. ফিরোজা সুলতানা।

সভাপতির বক্তৃতায় ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজের চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, এখন থেকে ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ শুধুঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নয়। এখন থেকে এটি একটি অঙ্গীভূত প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।