ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পাবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি-মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুন ৬, ২০১৫
পাবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি-মানববন্ধন ছবি : প্রতীকী

পাবনা: প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে তা পুনঃনির্ধারণের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকরা।

শনিবার (০৬ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা।



এ সময় ৬ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আওয়াল কবির জয়।

বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবি জানান এবং আগামী ৮ জুন বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ০৬ জুন, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।