ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খাগড়াছড়ি সরকারি কলেজে আসন বৃদ্ধির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ৭, ২০১৫
খাগড়াছড়ি সরকারি কলেজে আসন বৃদ্ধির দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।



মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা কমিটির সভাপতি নাজির হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন, কলেজ কমিটির আহ্বায়ক কৃষ্টি চাকমা, সদস্য সচিব স্বাগতম চাকমা, অরিন্দম চাকমা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ জেলার বেশিরভাগ মানুষ নিম্ন মধ্যবিত্ত ও  নিম্নবিত্ত। অথচ এ বছর খাগড়াছড়ি সরকারি কলেজে তিন হাজার ফরম বিক্রি করলেও ভর্তি হতে পারবে মাত্র সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থী। ফলে অন্য শিক্ষার্থীদের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

এ সময় কলেজে আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।