ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির সাবেক উপাচার্য ইনাম-উল-হকের ইন্তেকাল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুন ৭, ২০১৫
ইবির সাবেক উপাচার্য ইনাম-উল-হকের ইন্তেকাল ড. মুহাম্মদ ইনাম-উল-হক

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইনাম-উল-হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---রাজেউন)।

দীর্ঘদিন লিভারজনিত রোগে ভুগে শনিবার (০৬ জুন) রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

অধ্যাপক ড. মুহাম্মদ ইনাম-উল-হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আফজাল হোসেন ও রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিন।

এদিকে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে রোববার (০৭ জুন) বাদ জোহর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মুহাম্মদ ইনাম-উল-হক ১৯৯৫ সালের ৯ ইবির চতুর্থ উপাচার্য হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।