ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি রাবির প্রগতিশীল ছাত্রজোটের

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ৯, ২০১৫
শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি রাবির প্রগতিশীল ছাত্রজোটের ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রগতিশীল ছাত্রজোট।

মঙ্গলবার (০৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে প্রগতিশীল ছাত্রজোট আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।



সমাবেশে বক্তব্য রাখেন- রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ মুহিব অয়ন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়তুল্লাহ খোমেনী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিন দিন করপোরেট দাস করে তোলা হচ্ছে। তারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। এর কারণ অনেকাংশে শিক্ষকদের অসঙ্গতিপূর্ণ বেতন-ভাতা।
সমাবেশ থেকে প্রস্তাবিত অষ্টম পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি জানানো হয়। এর পাশাপাশি বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স বন্ধে শিক্ষকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

উচ্চশিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না উল্লেখ করে বক্তারা বলেন, ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২১৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে গবেষণা খাতে রয়েছে দুই কোটি। যা এতবড় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য খুবই নগন্য। তারা শিক্ষাখাতে বাজেট আরো বাড়ানোর দাবি জানান।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের টেন্ট থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।