ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির চলচ্চিত্র প্রদর্শনী সমাপ্ত

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ৯, ২০১৫
ইবির চলচ্চিত্র প্রদর্শনী সমাপ্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শেষ হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) প্রদর্শনীর দ্বিতীয় ও শেষদিনেও টিএসসিসি মিলনায়তনে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।



প্রদর্শনীর দুই দিনই চলচ্চিত্রকার প্রসূন রহমান পরিচালিত সুতপা’র ঠিকানা চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এ সময় পরিচালক প্রসূন রহমান ও নায়ক নাভিদ মুনতাসির মিলনায়তনে উপস্থিত থেকে দর্শকদের মাঝে উৎসাহের সৃষ্টি করেন।

এদিকে, চলচ্চিত্রকার প্রসূন রহমান এ চলচ্চিত্রটি দক্ষিণ এশিয়ার নারীদের প্রতি উৎসর্গ করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, আমি চেষ্টা করেছি সমাজে নারীর অবস্থানকে ফুটিয়ে তুলতে। ইবির শিক্ষার্থীদের অনুভূতি দেখে আমি সত্যিই আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।