বরিশাল: চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্নকারী রেজিস্ট্রার্ড নার্সদের প্রথম শ্রেণির পদমর্যাদায় নার্সিং অফিসারসহ বিভিন্ন শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুন) সকাল ১০টায় বরিশাল নার্সিং কলেজ ক্যাম্পাস থেকে বরিশাল স্টুডেন্টস নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি মেডিকেল কলেজ ক্যাম্পাস হয়ে বান্দরোড, সদর রোডসহ নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আতাউর রহমান, সুস্মিতা মল্লিক, সেতু বিশ্বাস, বাদল সরকার, মহিউদ্দিন প্রমুখ।
বক্তারা চার বছর মেয়াদী কোর্স সম্পন্নকারী রেজিস্ট্রার্ড নার্সদের প্রথম শ্রেণির পদমর্যাদায় নার্সিং অফিসারসহ বিভিন্ন শূন্য পদে সরকারি চাকরিতে নিয়োগের দাবি জানান।
পরে তারা মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বরবারে স্মারকলিপি দেন।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এসআর/